‘রমজানে এবার পণ্যের দাম বৃদ্ধির কোনো কারণ নেই’
‘রমজানে এবার পণ্যের দাম বৃদ্ধির কোনো কারণ নেই’

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিং

‘রমজানে এবার পণ্যের দাম বৃদ্ধির কোনো কারণ নেই’

অনলাইন ডেস্ক

আসন্ন পবিত্র রমজান মাসে দেশে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে যেখানে রমজান মাসকে কেন্দ্র করে বাংলাদেশের খাদ্য পরিস্থিতি, ঈদকে কেন্দ্র করে সড়ক ও নৌপথে যোগাযোগ ব্যবস্থা, নিত্যপণ্য সরবরাহ, আইনশৃঙ্খলা পরিস্থিতি-এসব বিষয় নিয়ে মতবিনিময় করা হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয় থেকে যেসব তথ্য পাওয়া গেছে তাতে দেখা গেছে, বিগত যে কোন বছরের চেয়ে এবার সরকারের খাদ্যের মজুদের পরিমাণ অনেক বেশি।

অর্থাৎ রোজায় প্রচুর খাদ্যশস্য মজুদ রয়েছে যা আমাদের জন্য বড় স্বস্তির বিষয়। রোজার সময় খাদ্যদ্রব্য যেন মানুষের কাছে ঠিকমতো পৌঁছায় সেজন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি (ওএমএস) চালু রাখার পাশাপাশি দুই কিস্তিতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবার খাদ্য পণ্য সরবরাহ করবে। তেল, চিনি, ডাল, ছোলা, পেঁয়াজ এবং ঢাকা শহরে খেজুর দেওয়া হবে।

তিনি জানান, প্রতিটি নিত্যপণ্য দুইবার করে এক কোটি মানুষকে দেওয়া হবে। সে হিসেবে প্রতিবার ৫ কোটি মানুষ উপকৃত হবে। অর্থাৎ দুইবারে টিসিবির মাধ্যমে ১০ কোটি মানুষ উপকার পাবে। একই সাথে খাদ্যবান্ধব কর্মসূচি হিসেবে রোজার আগে এবং ঈদের আগে দুইবার চালের দাম ১৫ টাকা কেজি হিসেবে ৩৫ লাখ মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হবে। সুতরাং স্বাভাবিক সময়ের চেয়ে এই সময়ে সারাদেশে খাদ্য সরবরাহ বৃদ্ধি পাচ্ছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আরো বলেন, বিদ্যুতের ক্ষেত্রে পরিসংখ্যানে জানা গেছে, এখন যে অবস্থায় বিদ্যুৎ আছে সেভাবেই স্বাভাবিক অবস্থায় বিদ্যুৎ থাকবে। সেহেরি এবং ইফতারের সময় বিদ্যুতের যেন ঘাটতি না হয় সেজন্য রাত ১১টায় সেচের জন্য বিদ্যুৎ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।

তিনি বলেন, চিনির মূল্য স্বাভাবিক রাখতে সরকার একটি বড় উদ্যোগ নিয়েছে। গত সপ্তাহে চিনির ডিউটি কমানো হয়েছে এবং ট্যারিফ ভ্যালু তুলে নেয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই চিনি আমদানি অনেক বেশি হবে এবার।  

যেহেতু পদ্মা সেতু হয়েছে সেহেতু এ বছরের ঈদ যাত্রাটা একটু অন্যরকম হবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, দক্ষিণাঞ্চলের মানুষ খুব দ্রুত যাতায়াত করতে পারবেন এবং একই সঙ্গে সেখানে চাপ তৈরিরও আশঙ্কা রয়েছে। সেজন্য হাইওয়ে পুলিশ, ডিএমপি কমিশনার, পুলিশ হেডকোয়ার্টারের সংশ্লিষ্টদের বলা হয়েছে, তারা সরেজমিন মিটিং করে যোগাযোগ ব্যবস্থা যেন সহজ করেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারিও বাড়ানোর কথা বলা হয়েছে।

তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকরা যাতে সহজে বাড়ি যেতে পারেন সেজন্য তাদের মালিকদের সঙ্গে কথা বলে ছুটিটা যেন সমন্বয় করে নেন। প্রয়োজনে গার্মেন্টস শ্রমিকদের ওখানে বাস গিয়ে তাদেরকে সরাসরি নিয়ে যাবে। রাস্তায় যেন তারা কোনো বাধার সম্মুখীন না হন।

পণ্য মূল্য বাড়বে কিনা সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, এবার পণ্য বৃদ্ধির কোনো কারণ নেই। কেননা, আমাদের যথেষ্ট পণ্য মজুদ আছে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টও অনেক স্ট্রং। তবে আমরা অনুরোধ করবো, একবারে অনেক বেশি জিনিস কেউ যেন না কেনেন, কেউ যেন মজুদ না করেন। তাহলে আমরা রোজা এবং ঈদ সুন্দরভাবে উদযাপন করতে পারবো।

news24bd.tv/desk