আমরা জিতলে জিতে যায় বাংলাদেশ : মিরাজ

সংগৃহীত ছবি

আমরা জিতলে জিতে যায় বাংলাদেশ : মিরাজ

অনলাইন ডেস্ক

টি২০ ফরম্যাটে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আর সেই দলের বিপক্ষে প্রথমবার দ্বিপাক্ষিক টি২০ সিরিজ খেলতে নেমেই সিরিজ নিজেদের করে নিলো বাংলাদেশ। চট্টগ্রামে ইংল্যান্ডকে প্রথম টি২০তে ৬ উইকেটের বিশাল ব্যবধানে হারানোর পর আজ মিরপুরে বাটলার-মঈনদের ৪ উইকেটে হারিয়েছে টাইগাররা। প্রথমবার দলটির বিপক্ষে কোনো ফরম্যাটে সিরিজ জয়ের পর বাঁধভাঙা আনন্দে মেতেছে সবাই।

২০২১ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে পরপর দুই সিরিজে হারিয়েছিল বাংলাদেশ। এবার হারানো গেল প্রতাপশালী ইংল্যান্ডকে। দ্বিতীয় টি২০ জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজের মতে, এ সিরিজ জয়ও অন্য সব জয়ের মতো। এছাড়া তার বিশ্বাস, তারা জিতলে জিতে যায় বাংলাদেশই।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে মিরাজ বলেছেন, ‘প্রতিটা সিরিজই গুরুত্বপূর্ণ, বিশেষভাবে আন্তর্জাতিক সিরিজ। অবশ্যই প্রতিটা দেশের সঙ্গে জিতলে অনেক ভালো লাগে। নির্দিষ্ট করে বলতে পারবেন না অমুককে হারালে, নিউজিল্যান্ডকে হারালে, অস্ট্রেলিয়াকে হারালে ভালো লাগবে...অবশ্যই প্রতিটা দলকে হারালেই আমাদের ফিলিংস একই রকম থাকে। ’

তিনি আরও যোগ করেন, ‘কারণ দিনশেষে, জিতছে কে? বাংলাদেশ। আমরা সবাই জিতেছি, এটা কিন্তু একটা আনন্দের বিষয়। আজকে দেখেন সবাই কিন্তু অনেক খুশি। আপনারা যারা আছেন খুশি, আমরা খুশি, ম্যানেজম্যান্ট খুশি, সারা বাংলাদেশের মানুষ; সবাই খুশি। কারণ আমরা বাংলাদেশ ম্যাচ জিতেছি। আমরা যদি জিতি, বাংলাদেশই জেতে। অস্ট্রেলিয়ার সঙ্গে জিতলে বাংলাদেশ জিতে, নিউজিল্যান্ডের সঙ্গে জিতলেও বাংলাদেশ জেতে। অবশ্যই বড় দলের সঙ্গে হলে অবশ্যই আরও ভালো লাগে। ’

তবে বড় দলকে হারালে আনন্দ আলাদা, মানছেন মিরাজও। তিনি বলেছেন, ‘আপনি যেটা বললেন, সব দলের সঙ্গে জিতেছি, অস্ট্রেলিয়াকে হারিয়েছি, নিউজিল্যান্ডকে হারিয়েছি। প্রতিটা দলের সঙ্গে আমরা সিরিজ জিতেছি, শুধু একটা মাত্র দল ছিল যাদের আমরা রিচ করতে পারিনি, সিরিজ জিততে পারিনি; সেটা হলো ইংল্যান্ড। আজকে টি-টোয়েন্টি আমরা জিতেছি, খুবই ভালো লেগেছে। এখন আমরা বলতে পারব সব দলকে হারিয়েছি ও সিরিজ জিতেছি সব দলের সঙ্গে। ’

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের বাংলাদেশের সামনে এখন প্রতিপক্ষকে ধবলধোলাই করার সুযোগ। মিরাজ জানিয়েছেন, টাইগাররা সেই প্রচেষ্টা চালিয়ে যাবে। তিনি বলেন,  ‘অবশ্যই আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো। আপনি দেখেন আমরা কিন্তু অবশ্যই জেতার জন্য নামি। কিন্তু জেতার আগে কিছু প্রক্রিয়া আছে, সেটা অনুসরণ করতে হয় আমাদের। আমরা যদি প্রক্রিয়া থেকে বেরিয়ে যাই তাহলে কখনও জিততে পারব না। আমরা যেভাবে চলছি, রুটিন আছে; আমরা ওইভাবেই চেষ্টা করবো। তারপর খেলাশেষে ফল নিয়ে চিন্তা করব। ’

news24bd.tv/SHS