ফতুল্লায় সাত তলা ভবনে আগুন
 ফতুল্লায় সাত তলা ভবনে আগুন

 ফতুল্লায় সাত তলা ভবনে আগুন

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাত তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন মা ও শিশু। রোববার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফতুল্লা উপজেলার মাসদাইর এলাকায় সাত তলা ভবনে এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ সহকারী কর্মকর্তা মোহাম্মদ ফখরুদ্দিন।

তিনি জানান, ফতুল্লায় সাত তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মা ও শিশুকে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

বর্তমানে ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

news24bd.tv/তৌহিদ