রমজানে সেহরি-ইফতারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ

রমজানে সেহরি-ইফতারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রমজানে সেহরি ও ইফতারের সময় লোডশেডিং না দিয়ে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (১২ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে এক পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেয়া হয়।

সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া সভাপতিত্ব করেন। পবিত্র রমজান মাস সামনে রেখে গৃহীত পদক্ষেপ বিষয়ে এ পর্যালোচনা সভার আয়োজন করা হয়।

পর্যালোচনা সভায় আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতিসহ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে এবং ঈদুল ফিতরে মানুষের ঈদযাত্রা যানজটমুক্ত ও স্বাচ্ছন্দ্যময় করতে গৃহীত পদক্ষেপগুলো নিয়ে পর্যালোচনা করা হয়।

পবিত্র রমজান মাসে দেশে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে যেখানে রমজান মাসকে কেন্দ্র করে বাংলাদেশের খাদ্য পরিস্থিতি, ঈদকে কেন্দ্র করে সড়ক ও নৌপথে যোগাযোগ ব্যবস্থা, নিত্যপণ্য সরবরাহ, আইনশৃঙ্খলা পরিস্থিতি-এসব বিষয় নিয়ে মতবিনিময় করা হয়েছে।

news24bd.tv/FA