নতুন যুগে পা রাখতে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবল। প্রথমবারের মতো ‘উইমেন্স ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ’ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ‘কে স্পোর্টস’ এর তত্ত্ববধানে ও বাফুফের ব্যবস্থাপনায় আসরটি আয়োজিত হবে।
উইমেন্স ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগকে সামনে রেখে আগামীকাল রোববার (১৩ মার্চ) রাজধানীর একটি পাঁচতারকা হোটলে সংবাদ সম্মেলন ডেকেছে দেশের ফুটবলের সবোর্চ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বাংলাদেশ নারী ফুটবল লিগ বা পেশাদার লিগ আয়োজন হলেও ‘উইমেন্স ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ’ কখনো আয়োজন করেনি বাফুফে।
news24bd.tv/SHS