জঙ্গলের আড়াল থেকে গুলি, কক্সবাজারে প্রাণ গেল তরুণের

প্রতীকী ছবি

জঙ্গলের আড়াল থেকে গুলি, কক্সবাজারে প্রাণ গেল তরুণের

অনলাইন ডেস্ক

কক্সবাজারের রামুতে এক তরুণকে গুলি করে হত্যা করেছে দৃর্বৃত্তরা। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। ওই তরুণের নাম মোহাম্মদ ইরফান (২০)।

রোববার (১২ মার্চ) দুপুরে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ইরফান নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর এলাকার শফিউল আলম কুতুবের ছেলে।

রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসাইন জানান, আহতদের মধ্যে একজনের নাম মো. শাহীন বলে জানা গেলেও অপরজনের নাম ও পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে মো. আনোয়ার হোসাইন বলেন, দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে দুটি মোটরসাইকেলে মোহাম্মদ ইরফান ও শাহীনসহ চারজন গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী পাহাড়ি এলাকা অতিক্রম করছিলেন। এ সময় পাহাড়ি জঙ্গলের আড়ালে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে উপর্যুপরি গুলি ছোড়ে।

এতে মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ইরফান নামে একজনকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়। তবে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক