যুবলীগের সম্মেলন থেকে আটক ২৭ রোহিঙ্গা, আনা হয়েছিল ভাড়া করে

কক্সবাজারের উখিয়ায় যুবলীগের সম্মেলনে যোগ দিতে রোহিঙ্গাদের বহন করা একটি গাড়ি

যুবলীগের সম্মেলন থেকে আটক ২৭ রোহিঙ্গা, আনা হয়েছিল ভাড়া করে

অনলাইন ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় যুবলীগের সম্মেলনে যোগ দিতে যাওয়া ২৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আজ রোববার বেলা ১১টার দিকে উখিয়া সদরের ফরেস্ট রোড থেকে তাদের আটক করা হয়। পরে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। আটক রোহিঙ্গারা উখিয়ার কুতুপালং নিবন্ধিত ক্যাম্পের বাসিন্দা।

আটক রোহিঙ্গারা জানান, উখিয়া উপজেলা যুবলীগের সম্মেলনে যোগ দিতে এক প্রার্থীর লোক তাদের নিয়ে আসেন। তবে কোন প্রার্থীর পক্ষে তারা এসেছিলেন তা জানাতে পারেননি।

তাদের একজন মোহাম্মদ হাশিম বলেন, টাকা দিয়ে আমাদের এখানে নিয়ে আসে। আমরা জানতাম না কেন আমাদের আনা হয়েছে।

পরে শুনেছি এক বড় ভাইয়ের মিছিলে যেতে আমাদের আনা হয়েছে।

ওসি মো. আলী জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ক্যাম্প থেকে বেরিয়ে পড়া রোহিঙ্গাদের বহন করা একটি গাড়ি পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে তাদের কুতুপালং ক্যাম্প ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়।

প্রায় ৯ বছর পর অনুষ্ঠিত হয় উখিয়া উপজেলা যুবলীগের সম্মেলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
news24bd.tv/AA