রেললাইনে রাবি শিক্ষার্থীদের আগুন, ঢাকা-রাজশাহী ট্রেন চলাচল বন্ধ

রেললাইনে রাবি শিক্ষার্থীদের আগুন, ঢাকা-রাজশাহী ট্রেন চলাচল বন্ধ

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলার সামনে রেললাইনে অগ্নিসংযোগ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে ঢাকা-রাজশাহী রেল যোগাযোগ।

স্থানীয়দের সাথে সংঘর্ষের জেরে রোববার (১২ মার্চ) রাত ৮টার দিকে শিক্ষার্থীরা রাজশাহী রেলস্টেশন সংলগ্ন চারুকলা অনুষদের কাছে রেললাইনে অগ্নিসংযোগ করে। স্থানীয়রা জানায়, শিক্ষার্থীরা রেললাইনে দুটি পয়েন্টে গাছের গুঁড়ি রেখে তাতে আগুন ধরিয়ে দেয়।

রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক আব্দুল করিম গণমাধ্যমকে জানান, অগ্নিসংযোগে রাজশাহী ঢুকতে পারছে না মধুমতি এক্সপ্রেস। ট্রেনটি আগের হরিয়ান স্টেশনে আটকে আছে। এছাড়া, রাত সোয়া ৯টায় বাংলাবান্ধা এক্সপ্রেস রাজশাহী ছেড়ে যাওয়ার কথা। সেটি রাজশাহী স্টেশনে দাঁড়িয়ে আছে।

এদিকে, রাত ১১টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ধূমকেতু এক্সপ্রেসের। সেটির যাওয়া নিয়েও সংশয় দেখা দিয়েছে।

শনিবার এক বাসের হেল্পারের সাথে রাবি শিক্ষার্থীর সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি থমথমে রয়েছে। স্থানীয় বিনোদপুর বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা। এতে প্রায় ২০০ শিক্ষার্থী আহতের পর আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে গাছের গুড়ি ফেলে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীরা।

news24bd.tv/FA