টেস্ট থেকে নিয়েছেন অবসর। টি২০ দল থেকে পড়েছেন বাদ। এবার ওয়ানডে দলেও জায়গা হারালেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। আজ রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, এশিয়া কাপের আগে বাংলাদেশের যে কয়টা ওয়ানডে সিরিজ আছে, সেখানে নতুনদের সুযোগ দেওয়া হবে। বিশ্বকাপের আগে বিকল্প তৈরি করতে বিশ্রাম দেওয়া হবে দুই-একজনকে।
বাদ এই অর্থে বলা যে, সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের। শেষ ৮ ইনিংসে দুটি ফিফটি থাকলেও সম্প্রতি তার ফিল্ডিং নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা। এছাড়াও তার স্ট্রাইকরেট নিয়েও আছে প্রশ্ন। সবমিলিয়ে মাহমুদউল্লাহর দলে থাকা নিয়ে দেখা দিয়েছিল সংশয়।
এদিকে, অধিনায়কের ইচ্ছায় ইংল্যান্ড সিরিজ খেলা তাইজুল ইসলামকেও বাদ দেওয়া হয়েছে আয়ারল্যান্ড সিরিজের দল থেকে। তার জায়গায় ফেরানো হয়েছে ইংলিশ সিরিজে বাদ পড়া নাসুম আহমেদকে। এছাড়া দলে ফেরানো হয়েছে ইয়াসির আলী রাব্বি ও শরীফুল ইসলামকে।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ মার্চ। সিরিজের তিনটি ম্যাচই হবে সিলেটে।
বাংলাদেশের ওয়ানডে দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী রাব্বি, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও জাকির হাসান।
news24bd.tv/SHS