কথা কাটাকাটির জেরে দিনাজপুরের নবাবগঞ্জের পিকনিক স্পট স্বপ্নপুরীর স্টাফদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে ১১ জন ছাত্র আহত হয়েছে।
এর মধ্যে আরাফাত হোসেন এবং জাহিদুল ইসলাম নামের দুইজন শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা চিকিৎসা নিয়েছেন স্থানীয় হাসপাতালে।
রোববার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বপ্নপুরী বিনোদন কেন্দ্রে এই ঘটনা ঘটে।
সন্ধ্যায় ফিরে যাবার সময় একটি ব্যাগ রাইটস-এ ফেলে যায় একজন শিক্ষার্থী। পরে ব্যাগটি নিতে গেলে স্বপ্নপুরীর স্টাফদের সাথে কথা কাটাকাটি হয়।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।