'এসএমই খাতের উন্নয়নে বড় বাধা অর্থায়ন'

'এসএমই খাতের উন্নয়নে বড় বাধা অর্থায়ন'

নিজস্ব প্রতিবেদক

এসএমই খাতকে শক্তিশালীভাবে প্রস্তুত করতে না পারলে উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন হবে বলে মনে করেন বিশ্লেষকরা। তাই এ খাতের উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও চাহিদাভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা।

সোমবার (১৩ মার্চ) এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিট’র এক আলোচনায় এসব বিষয়  উঠে আসে। অনুষ্ঠানে বক্তারা বলেন, এসএমই খাতের উন্নয়নে বড় বাধা অর্থায়ন।

সেই সাথে উচ্চ শুল্ক হারের কারণেও ব্যবসায় টিকে থাকা কঠিন হয়ে পড়ে তাদের জন্য।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু সারাহ নাসের বলেন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জামানত ছাড়া ঋণ সুবিধা দিতে ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করা হয়েছে। এছাড়া নতুন একটি ডিজিটাল ব্যাংক চালুরও চিন্তা করছে কেন্দ্রীয় ব্যাংক। অপর এক আলোচনায় গাড়ি নির্মাণ শিল্পে ব্যাপক বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন উদ্যোক্তারা।

news24bd.tv/FA