চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আখক্ষেত থেকে একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ মার্চ) বিকেলে উপজেলার ধাইনগর ইউনিয়নের চানকার এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
এদিকে আখক্ষেতে উদ্ধার কঙ্কালটি ৮ মাস আগে নিখোঁজ মো. আসাদুল্লাহর (২১) বলে দাবি করছেন তার স্বজনরা। ওই যুবক শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের বিরামপুর গ্রামের মো. লুটুর ছেলে।
মো. লুটু আলী বলেন, আট মাস আগে আমার ছেলে নিখোঁজ হয়। পূর্ব শত্রুতার জেরে খেলতে যাওয়ার নাম করে তাকে গুম করে হত্যা করা হয়। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি, আদালতে মামলা করেছি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রোকনুজ্জামান সরকার বলেন, জরুরি সহায়তা সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেটশন (পিবিআই) তদন্ত করছে।
news24bd.tv/কেআই