'নাটু নাটু' গানের আসল মানে জানেন কি?

সংগৃহীত ছবি

'নাটু নাটু' গানের আসল মানে জানেন কি?

অনলাইন ডেস্ক

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার জিতল ভারতীয় সিনেমা 'আরআরআর' এর গান 'নাটু নাটু'। এ বছর ৯৫তম অস্কারে সেরা অরিজিনাল গানের সম্মান পেল এটি। পুরো ভারতের ফ্লিম ইন্ডাস্ট্রির ইতিহাসে এবারই প্রথমবারের মতো অস্কারে কোনো গান সেরা অরিজিনাল গানের ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল। আর প্রথম মনোনয়নেই পুরস্কার জিতে নিয়েছে দেশটি।

অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’র জয়জয়কার। তবে এই গানের মানে জানেন?

ব্রিটিশাধীন ভারতের দুই স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে লেখা ‘আরআরআর’ ছবির চিত্রনাট্য। রাম চরণ তথা আল্লুরি সীতারাম রাজু ও এনটিআর জুনিয়র তথা কোমারাম ভীম-ছবিতে এই দুই মুখ্য চরিত্রকে দেখা যায় ‘নাটু নাটু’ গানে নাচ করতে।

ব্রিটিশদের সামনে নিজেদের দক্ষতা প্রমাণ করার সূত্র ধরে এই গানের অবতারণা।

গানের কথাও সেই ভাবনার সঙ্গে লেখা।

এ বিষয়ে গীতিকার চন্দ্র বোস বলেন, 'আমার ছোটবেলার স্মৃতি থেকে লেখা এই গান, ছোটবেলায় মা-বাবার সঙ্গে আমার যে স্মৃতি, তা থেকেই গানের কথা লিখেছি।

তিনি বলেন, 'নাটু' কথার অর্থ গ্রাম্য। ছোটবে‌লার গ্রামে বড় হওয়ার যে স্মৃতি, গানের নেপথ্যে আমার অনুপ্রেরণা সেটাই। '

গীতিকার আরও জানান, কাগজের পাতায় তুলে এনেছেন শৈশবের স্মৃতি, তাই গান লিখতেও সময় বিশেষ লাগেনি।

অস্কারের মঞ্চেও দেখা গিয়েছে ‘নাটু নাটু’র নাচ। মিলেছে স্ট্যান্ডিং ওভেশনও।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

news24bd.tv/রিমু