আবারও লাল কার্ড দেখলেন ব্রাজিল তারকা, এবার নিষেধাজ্ঞা ৪ ম্যাচের

সংগৃহীত ছবি

আবারও লাল কার্ড দেখলেন ব্রাজিল তারকা, এবার নিষেধাজ্ঞা ৪ ম্যাচের

অনলাইন ডেস্ক

গত ফেব্রুয়ারিতে প্রতিপক্ষ ফুটবলারের গলা টিপে ধরায় লাল কার্ড দেখে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান ফুটবলার কাসেমিরো। মারাত্মক ফাউল করায় আবারও সরাসরি লাল কার্ড দেখলেন তিনি। এবার নিষেধাজ্ঞা পেলেন চার ম্যাচের। গতকাল রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

রোববার রাতে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সাউদাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। পয়েন্ট খোয়ানোর ম্যাচে ৩৪তম মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় ইউনাইটেড। কার্লোস আলকারেজকে ফাউলের অভিযোগে রেফারি প্রথমে তাকে দেখান হলুদ কার্ড। কিন্তু প্রতিপক্ষ তাতে সন্তুষ্ট না হওয়ায় ভিএআর চেক করা হয়।

এরপর লাল কার্ড দেখিয়ে পাঁচবারের চ্যাম্পিয়নস লিগ বিজয়ী মিডফিল্ডারকে মাঠ ছাড়ার নির্দেশ দেন রেফারি।

মৌসুমে এটি কাসেমিরোর দ্বিতীয় লাল কার্ড। এবারের লাল কার্ডের কারণে এফএ কাপের শেষ আটে ফুলহামের বিপক্ষে ১৯ মার্চ, প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে ২ এপ্রিল, ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৫ এপ্রিল এবং এভারটনের বিপক্ষে ৮ এপ্রিল খেলতে পারবেন না তিনি। তবে মার্চের আন্তর্জাতিক সূচিতে ব্রাজিলের হয়ে খেলতে কোনো বাধা নেই তার।

news24bd.tv/SHS