রেলের মালামাল চুরির অভিযোগে রাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার আবেদন

প্রতীকী ছবি

রেলের মালামাল চুরির অভিযোগে রাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার আবেদন

রাজশাহী প্রতিনিধি

রেল লাইনের পি-ওয়ে মালামাল চুরি ও লাইনে আগুন লাগানোর অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীদের নামে জিআরপি থানায় মামলার আবেদন করেছে রাজশাহী রেলওয়ে কর্তৃপক্ষ।

এ বিষয়ে সোমবার (১৩ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী রেলওয়ে। আবেদনে বলা হয়, গত ১২/০৩/২০২৩ খ্রি. তারিখে আনুমানিক ৭টা ৪৫মিনিটে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা গেট কিলোমিটার ২৬০/৭-৮ তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রী গেটের উভয় পার্শ্বে রেল লাইনে আগুন লাগিয়ে দেয়, গুমটি ঘরের জানালা ভাঙচুর করে।

সেইসাথে তারা রেল লাইন হতে ৯২টি (বিরানব্বই) প্যান্ডল ক্লিপ, ১টি (এক) স্টিল স্লিপার চুরি হয়ে যায় এবং আগুনে ৩ (তিন) টি কাঠের স্লিপার সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়।

আনুমানিক ১১টা ৩০মিনিটে পরিস্থিতি স্বাভাবিক হলে এসএসএই/ওয়ে/রাজশাহী-এর স্টোর হতে চুরি ও নষ্ট হওয়া মালামালের বিপরীতে ৯২ (বিরানব্বই) টি প্যান্ডল ক্লিপ, ১ (এক) টি স্টিল স্লিপার এবং ৩ (তিন) টি কাঠের স্লিপার লাইনে লাগানো হয় এবং ১টার সময়ে লাইন ফিট দেওয়া হয়।

অতএব, এজাহার খানি গ্রহণ করে উক্ত বিষয়ে সরজমিনে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হলো।

স্থানীয়দের সাথে সংঘর্ষের জেরে রোববার (১২ মার্চ) রাত ৮টার দিকে শিক্ষার্থীরা রাজশাহী রেলস্টেশন সংলগ্ন চারুকলা অনুষদের কাছে রেললাইনে অগ্নিসংযোগ করে। স্থানীয়রা জানায়, শিক্ষার্থীরা রেললাইনে দুটি পয়েন্টে গাছের গুঁড়ি রেখে তাতে আগুন ধরিয়ে দেয়।

news24bd.tv/FA