বাবরকে বিশ্রামে রেখে পাকিস্তানের দল ঘোষণা 

সংগৃহীত ছবি

বাবরকে বিশ্রামে রেখে পাকিস্তানের দল ঘোষণা 

অনলাইন ডেস্ক

ফ্রাঞ্চাইজি লিগের উন্মাদনায় মত্ত পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবার কেবল রেকর্ড ভাঙা-গড়ার উৎসব চলছে। টি টোয়েন্টি লিগের খেলা শেষ হলেই শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান। বাবর আজমকে বিশ্রাম দিয়ে ১৫ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান।

বাবরের পরিবর্তে আফগানিস্তান সিরিজে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন শাদাব খান। বাবরের পাশাপাশি মোহাম্মদ রিজয়ান, শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, হারিস রউফ-এরাও বিশ্রামে থাকছেন।  

পিএসএলে দারুণ পারফরম্যান্সের পুরষ্কার পেলেন জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পাওয়া ব্যাটার সাইম আইয়ুব এবং বোলার ইহসানুল্লাহ। টি টোয়েন্টি দলে ফিরেছেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।

 

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে তিন ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-আফগানিস্তান। তিনবারই জিতেছে পাকিস্তান।   ২৪ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতে আফগানদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। তিনটি ম্যাচই হবে শারজায়।

টি টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের দল: 
শাদাব খান (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আজম খান, ফাহিম আশরাফ, ইফতিখার আহমেদ, ইহসানুল্লাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাইম আইয়ুব, শান মাসুদ, তৈয়ব তাহির, জামান খান।

news24bd.tv/AA