রপ্তানির আড়ালে ৪ প্রতিষ্ঠানের ৩৭৯ কোটি টাকা পাচার

সংগৃহীত ছবি

রপ্তানির আড়ালে ৪ প্রতিষ্ঠানের ৩৭৯ কোটি টাকা পাচার

নিজস্ব প্রতিবেদক

ভুয়া রপ্তানি আদেশের মাধ্যমে ৪টি প্রতিষ্ঠান ৩৭৯ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে জানিয়েছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ফখরুল আলম।

তিনি বলেন, তদন্ত করে দেখা হচ্ছে এই ঘটনায় কাস্টমসের কেউ জড়িত আছে কি না। জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। ভুয়া রপ্তানি আদেশ দিয়ে যারা পণ্য রপ্তানি করে বিদেশে অর্থপাচার করেছেন তাদের কেউ আইনের আওতায় আনা হবে।

ফখরুল বলেন, রপ্তানিকারক কিছু প্রতিষ্ঠান পণ্য রপ্তানি করছে, কিন্তু রপ্তানি মূল্য (বৈদেশিক মুদ্রা) দেশে আসছে না। এমন অভিযোগে চট্টগ্রামে উত্তর পতেঙ্গায় অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। রপ্তানিকারকদের ঘোষণা অনুযায়ী এই অর্থের পরিমাণ ৩৭৯ কোটি টাকা।

তবে প্রকৃতপক্ষে এই সংখ্যা আরও বেশি হতে পারে।

তিনি জানান, এই চার রপ্তানিকারক প্রতিষ্ঠান লিমাক্স শিপার্স লিমিটেড নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্টের জোগসাজশে বিল অব এক্সপোর্টে অন্য রপ্তানিকারক প্রতিষ্ঠানের ইএক্সপি এবং ভুয়া সেলস কন্ট্রাক্ট ব্যবহার করেছে।

news24bd.tv/FA