ত্বকের সজীবতা ধরে রাখার ৩ উপায়

প্রতীকী ছবি

ত্বকের সজীবতা ধরে রাখার ৩ উপায়

অনলাইন ডেস্ক

ঘরোয়া পার্টি কিংবা বিয়েবাড়ি সাজগোজ তো করতেই হয়। জমকালো পোশাকের সঙ্গে পাল্লা দিতে অনেকের আবার প্রায়ই মেকআপ করতেই হয়। তবে ঘন ঘন মেকআপ করলে ত্বকেও চাই বাড়তি যত্ন। তাই ত্বকের সজীবতা ধরে রাখতে যা করবেন চলুন নিম্নে জেনে নেই-  

১।

ক্লিনজিং

ক্লিনজিং ত্বকের যত্নের অন্যতম একটি ধাপ। ত্বক ঠিক করে পরিষ্কার অত্যন্ত জরুরি। তবে কী দিয়ে ক্লিনজিং করছেন, সেটাও দেখা দরকার। ব্যবহার করতে পারেন তেলযুক্ত কোনও ক্লিনজার।

ঘন ঘন রূপটানের কারণে তৈরি হওয়া ত্বকের গর্তগুলির সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

২। ফেসমাস্ক

প্রসাধনের ব্যবহারে ত্বক নিজের আর্দ্রতা হারাতে শুরু করে। ত্বক সজীব রাখতে তাই ব্যবহার করতে পারেন ফেসমাস্ক। এমনি বিভিন্ন সংস্থার ফেসমাস্ক দোকানে কিনতে পাওয়া যায়। তবে আপনি চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। মুলতানি মাটি আর গোলাপ জল, এই দু’টি উপকরণ একসঙ্গে মিশিয়ে ফেসমাস্ক তৈরি করে নিন। ত্বকের শুষ্কতা দূর হবে এতে।

৩। টোনার এবং সিরাম

মন দিয়ে মেকআপ তো করেন। কিন্তু ত্বকের যত্ন নিতেও ততটাই মনোযোগ প্রয়োজন। তার জন্য নিয়ম করে সিরাম এবং টোনারের ব্যবহার অত্যন্ত জরুরি। মেকআপ করুন আর না করুন, রোজ রূপচর্চায় এই কয়েকটি ধাপ মেনে চলতেই হবে।

news24bd.tv/রিমু   

এই রকম আরও টপিক