ওয়ানডেতেও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্মিথ

সংগৃহীত ছবি

ওয়ানডেতেও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্মিথ

অনলাইন ডেস্ক

শেষ দুই টেস্টের মতো ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও অস্ট্রেলিয়া পাচ্ছে না নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তার জায়গায় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে স্টিভ স্মিথকে।

মায়ের অসুস্থতার কারণে দিল্লি টেস্ট শেষেই দেশে ফিরে যান প্যাট কামিন্স। আহমেদাবাদে শেষ টেস্ট চলাকালীন জানা যায়, মারা গেছেন কামিন্সের মা।

যে কারণে দেশেই থেকে যাচ্ছেন এই পেসার। তার জায়গায় শেষ দুই টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করা স্মিথের ওপরেই তাই ওয়ানডে দলের নেতৃত্বভার পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

কামিন্স আর ভারতে না ফিরলেও তার জায়গায় নতুন করে কাউকে স্কোয়াডে নেওয়া হয়নি।

ভারত সফরে এসে অস্ট্রেলিয়া শুরুতেই হারিয়েছে পেসার জস হ্যাজেলউড এবং ঝাই রিচার্ডসনকে। ইনজুরির কারণে ছিটকে যান তারা। পরে নাথান এলিসকে ডেকে পাঠানো হয় ভারতে। স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে সিন অ্যাবোটকেও।

এদিকে, চোট কাটিয়ে দলে ফিরছেন ওপেনার ডেভিড ওয়ার্নার, অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ।  

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড 
স্টিভ স্মিথ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারে (উইকেটকিপার), সিন অ্যাবোট, অ্যাশটন অ্যাগার, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, ট্রাভিস হেড, জস ইংলিস, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

news24bd.tv/SHS