রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথে বিস্ফোরণ, আহত শিক্ষার্থীর মৃত্যু

গুলিস্তানে বিস্ফোরণ

রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথে বিস্ফোরণ, আহত শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কলেজ শিক্ষার্থী মৃত জাহান সরদার সেলিমকেও (১৯) বাঁচানো গেল না।

আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

মৃত জাহান সরদার সেলিম (১৯) সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের ম্যানেজমেন্টে অনার্সের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ৭ মার্চের বিস্ফোরণের ঘটনায় তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়।

এ ব্যাপারে কথা হলে নিহত জাহানের মামা আল ইসলাম জানান, তাদের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জের খটিয়া গ্রামে। এক ভাই ও এক বোনের মধ্যে জাহান ছিলেন ছোট।

ঘটনার দিন জাহান দোহার থেকে বাসে এসে গুলিস্তান নামেন। এরপর যাত্রাবাড়ীর উদ্দেশে পায়ে হেঁটে যাচ্ছিলেন।

সে সময় বিস্ফোরণ হলে তিনি দগ্ধ হন।

গত ৭ মার্চ ৭ তলা ওই ভবনে বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে ২৪ জন মারা গেলেন। এ ঘটনায় অন্তত ১০০ জন আহত হয়েছিলেন।  

বিস্ফোরণে ভবনের ২৪টি পিলারের মধ্যে ৯টি ক্ষতিগ্রস্ত হয়। ভবনটিকে ঝুকিপূর্ণ ঘোষণা করা হয়।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক