ভালো ক্রিকেট খেলতে গিয়ে ইংলিশদের হোয়াইটওয়াশ

সংগৃহীত ছবি

ভালো ক্রিকেট খেলতে গিয়ে ইংলিশদের হোয়াইটওয়াশ

অনলাইন ডেস্ক

গত নভেম্বরেই পাকিস্তানকে হারিয়ে বিশ্ব টি২০ সেরার মুকুট মাথায় তোলে ইংল্যান্ড। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পর দলটি প্রথম আবার এই ফরম্যাট খেলতে আসে বাংলাদেশে। বিধ্বংসী মানসিকতার সেই দলের সঙ্গে টাইগাররা লড়াই করতে পারে কি-না, সেটাই ছিল বড় প্রশ্ন! অথচ সবাইকে অবাক করে দিয়ে সাকিব আল হাসানের দল শুধু বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজই জিতলো না, করলো হোয়াইটওয়াশ।

ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ কিংবা সিরিজ জয় দূরে থাক, ম্যাচ জয়ের চিন্তাও নাকি ছিল না দলের মধ্যে।

সাকিব আল হাসান ম্যাচের পর জানালেন, ভালো ক্রিকেট খেলাই ছিল তাদের লক্ষ্য।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের টি২০ অধিনায়ক বলেন, ‘সিরিজ শুরুর আগে কেউ চিন্তাও করিনি আমাদের ম্যাচ জিততে হবে বা এমন কিছু। আমরা খুব ভালো ক্রিকেট খেলতে চেয়েছি। তিন ম্যাচেই আমরা চেষ্টা করেছি ব্যাটিংয়ে যার যার জায়গা থেকে অবদান রাখা, বোলিংয়ে, ফিল্ডিংটা আমাদের তিনটা ম্যাচেই আমার মনে হয় অসাধারণ ফিল্ডিং করেছে।

যেটা আমাদের বিশেষত টি২০তে যেখানে ২-৪-১০-১৫-২০ পার্থক্য তৈরি করে, ওই জায়গাতে অনেক বড় টিক মার্ক দিয়েছি। ’

২০২১ সালে টি২০ ফরম্যাটে বড় দুটি সাফল্য পেয়েছিল বাংলাদেশ। মিরপুরের স্পিননির্ভর উইকেট বানিয়ে সিরিজ হারিয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে। ইংল্যান্ডজে ধবলধোলাই করার পর তুলনা আসলো সেই দুই সিরিজের প্রসঙ্গ তুলে। তবে সাকিব গেলেন না সে সবের মধ্যে। তিনি বলেন, ‘আসলে তুলনা করতে চাই না কোনো সিরিজের সঙ্গে কোনো সিরিজ। প্রতিটা ম্যাচ জেতা আমাদের জন্য জেতা গুরুত্বপূর্ণ। যেভাবে খেলি জিতেছি, বিশেষত টি২০তে খুব বেশি সময় করিনি। ওদিক থেকে আমরা সন্তুষ্ট। ’

ইংল্যান্ডের বিপক্ষে ক্রিকেটারদের পারফরম্যান্সে তুষ্ট সাকিব। তার মতে, বিপিএলের পর ইংল্যান্ড সিরিজের মাঝে তেমন গ্যাপ না থাকায় ভালো হয়েছে। অধিনায়ক বলেন, ‘এখানে যারা খেলছে, বিশেষত টি২০ সিরিজে; প্রতিটি খেলোয়াড় বিপিএলে পারফর্ম করেছে। ওই পারফরম্যান্সটা...খুব বেশি গ্যাপ যায়নি সেটা প্রভাব রেখেছে। এখানে যারা পাঁচ-ছয়জন ব্যাট করছে, তারা বিপিএলেও টপ রান স্কোরার। যারা সর্বোচ্চ উইকেট নেওয়া, তারাও এখানে বল করেছে। ওই আত্মবিশ্বাস আসলে থাকে। আর যেহেতু খুব বেশি গ্যাপ ছিল না। টানা খেলার ভেতরে থাকা আমাদের সাহায্য করেছে। ’

news24bd.tv/SHS