টস জিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করছে হংকং

টস করছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।

টস জিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করছে হংকং

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

এশিয়া কাপে আজ ‘এ’ গ্রুপের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে হংকং। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়। দুই দলই আজ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত হংকংয়ের সংগ্রহ ৮ ওভারে এক উইকেটে ২৭ রান।

গতকাল বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে এশিয়া কাপের ১৪তম আসর। শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ১৩৭ রানে জয় পায় টাইগাররা। আগামী ২০ সেপ্টেম্বর শেষ হবে গ্রুপ পর্বের খেলা। এরপর শুরু হবে সুপার ফোর পর্ব।

ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ সেপ্টেম্বর।

বাছাই পর্বের বাধা টপকে এশিয়া কাপের মূল পর্বে খেলছে হংকং। আইসিসির এই সহযোগী সদস্য দেশটি পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।

এবারের এশিয়া কাপে ছয় দলের পাঁচটিরই লক্ষ্য শিরোপা জয়। শুধু হংকংয়ের জন্যই শিরোপার স্বপ্ন দেখাটা বিলাসিতা।

পাকিস্তান ও হংকং এর একাদশ:

পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), আসিফ আলী, শাদব খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, হাসান আলী, উসমান খান।

হংকং একাদশ: আনশুমান র‌্যাথ (অধিনায়ক), বাবর হায়াৎ, নিজাকত খান, তানবীর আফজাল, আইজাজ খান, ক্রিস্টোফার কার্টার, নাদিম আহমেদ, স্কট ম্যাককেচনি (উইকেটরক্ষক), ইহসান খান, ইহসান নওয়াজ, কিঞ্চিৎ শাহ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর