মিরপুরের মাঠকর্মীদের ২ লাখ টাকা পুরস্কার দুই বিসিবি পরিচালকের

সংগৃহীত ছবি

মিরপুরের মাঠকর্মীদের ২ লাখ টাকা পুরস্কার দুই বিসিবি পরিচালকের

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে প্রথম টি২০ ম্যাচের পর মাঠকর্মীদের পুরস্কৃত করেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। এবার মিরপুরের মাঠকর্মীদের অর্থ পুরস্কার দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুই পরিচালক শেখ সোহেল ও ইসমাইল হায়দায় মল্লিক। গতকাল সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পর মিরপুরের মাঠকর্মীদের এক লাখ করে টাকা পুরস্কার দেন এ দুই পরিচালক।

সিরিজের চট্টগ্রাম পর্ব শেষে সাকিব এক লাখ টাকা উপহার দেন মাঠকর্মীদের।

গতকাল পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে মাঠকর্মীদের কাছে ছুটে যান শেখ সোহেল। কথা শেষ করে সবার সঙ্গে ছবি তোলার সময় তাদেরকে ১ লাখ টাকা অর্থ পুরস্কার দেন। সেই সময় মাঠকর্মীদের ‘আসল হিরো’ বলেও উল্লেখ করেন তিনি। শেখ সোহেলের পর একই কাজ করেন ইসমাইল হায়দার মল্লিকও।
এরপর তিনিও মাঠকর্মীদের ১ লাখ টাকা অর্থ পুরস্কার দেন। দুই বিসিবি পরিচালকই এই পুরস্কার দেন ব্যক্তিগতভাবে।

এর আগে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি২০ জয়ের পর সাকিব আবারও ছুটে যান মাঝ উইকেটের দিকে। সেখানে পৌঁছে দুই কিউরেটর ও মাঠ কর্মীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। পরে জানা যায়, সাকিবের কাছ থেকে অর্থ পুরস্কার পেয়েছেন চট্টগ্রামের মাঠকর্মীরা।

news24bd.tv/SHS