মানবাধিকার নিয়ে যারা কথা বলেন তারা ৭৫-এ কোথায় ছিলেন, প্রশ্ন পরশের

সংগৃহীত ছবি

মানবাধিকার নিয়ে যারা কথা বলেন তারা ৭৫-এ কোথায় ছিলেন, প্রশ্ন পরশের

অনলাইন ডেস্ক

বর্তমানে যারা মানবাধিকার নিয়ে কথা বলেন, তারা ‘৭৫ এর ঘটনার সময় কোথায় ছিলেন- এ প্রশ্ন তুলেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। বুধবার (১৫ মার্চ) সকালে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির সহধর্মিনী ও নিজের মা আরজু মনি সেরনিয়াবাতের জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।  

শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ১৫ আগস্ট হত্যাকারীদের বিচার হয়েছে বলে জানান পরশ। তিনি দেশ ও অসহায় মানুষের পাশে থাকতে সবার কাছে দোয়া চান।

 

অসহায় মানুষের পাশে থাকার যে শিক্ষা তাঁর মা দিয়েছেন সেটি এখনো পালন করে যাচ্ছেন বলে জানান যুবলীগের চেয়ারম্যান।  

আরজু মনির জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে যুবলীগ। শেখ ফজলুল হক মনির রাজনৈতিক জীবনকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার সহধর্মিনী।

news24bd.tv/আইএএম