পর্দা উঠল ঢাকা প্রিমিয়ার লিগের

সংগৃহীত ছবি

পর্দা উঠল ঢাকা প্রিমিয়ার লিগের

অনলাইন ডেস্ক

আবছা রোদ নিয়ে দিনের শুরু হলেও বেলা কিছুটা গড়াতেই শুরু হলো বৃষ্টি। সেই বৃষ্টির মধ্যেই শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর।

মিরপুরে সকাল সোয়া ৯টায় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী, ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের চেয়ারম্যান ও বিসিবি পরিচালক সালাউদ্দিন চৌধুরী ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।

প্রিমিয়ার লিগের প্রথম দিনে মোট তিনটি ভেন্যুতে হচ্ছে খেলা। মিরপুরে শেখ জামাল-ঢাকা লেপার্ড মুখোমুখি হয়েছে। এছাড়া বিকেএসপিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে সিটি ক্লাব ও ফতুল্লায় লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে লড়ছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।

মোট ১২টি দল অংশ নিচ্ছে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে।

এর মধ্যে ছয় দল সুপার লিগে উঠবে। সেখান থেকে নির্ধারিত হবে আসরের চ্যাম্পিয়ন দল।

আসন্ন আয়ারল্যান্ড সিরিজের কারণে বেশিরভাগ ম্যাচই মিরপুরের বাইরে অনুষ্ঠিত হবে। বিকেএসপির দুটি মাঠ ও ফতুল্লায় ভেন্যু ঠিক করা হয়েছে। এছাড়া মার্চ মাসেই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। সে বিষয়টি কথা মাথায় রেখেই সকাল সাড়ে ৯টায় ম্যাচ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

news24bd.tv/SHS