দারুসসালাম এলাকার কিশোর গ্যাং লিডার আরিফ গ্রেপ্তার

দারুসসালাম এলাকার কিশোর গ্যাং লিডার আরিফ গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তি

রাজধানীর দারুসসালাম এলাকার আলোচিত কিশোর গ্যাং লিডার তানভীর হোসাইন আরিফকে ঢাকা জেলার সাভার এলাকা হতে ১ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

র‍্যাব জানায়, কিশোর গ্যাং বিভিন্ন ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, নারীদের ইভটিজিংসহ মাদক সেবন ও কারবারে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে। এই ধারাবাহিকতায় গত ১৪ মার্চ ঢাকা সাভার এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং লিডার ও অবৈধ অস্ত্রধারী তানভীর হোসাইন (২৩) কে এক রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।

আসামিকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায়, আসামি রাজধানীর দারুসসালাম এলাকার চাঁদাবাজ, ছিনতাইকারী, মাদকসেবী ও চিহ্নিত কিশোর গ্যাং লিডার।

অভিযোগ রয়েছে, গত ৩ মার্চ ভুক্তভোগী আব্দুর রহমান (১৮) ও তার তিন বন্ধুসহ রাজধানীর দারুস সালাম এলাকায় জন্মদিন পালনশেষে বাসায় ফিরছিলেন। ফেরার পথে তারা দেখতে পান কিশোর গ্যাং লিডার তানভীর এবং তার গ্যাং এর সদস্যরা প্রকাশ্যে নেশাজাতীয় দ্রব্য সেবন করছে।

এক পর্যায়ে ভুক্তভোগী ও তার বন্ধুরা তাদের প্রকাশ্য স্থানে নেশাজাতীয় দ্রব্য সেবনে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগী ও তার বন্ধুদের এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে আরিফের সাথে থাকা দেশিয় চাকু দিয়ে ছুরিকাঘাত করলে আব্দুর রহমান রক্তাক্ত অবস্থায় গুরুতর জখম হয়।

এক পর্যায়ে ভুক্তভোগী মাটিয়ে লুটিয়ে পড়লে তানভীর ও তার গ্যাং এর সহযোগীরা দৌঁড়ে পালিয়ে যায়। ভুক্তভোগী আব্দুর রহমানকে ঢাকা মেডিকেল দ্রুত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। পরের দিন অর্থাৎ ৪ মার্চ হত্যাচেষ্টার দায়ে রাজধানীর দারুসসালাম থানায় মামলা রুজু হয়।

গ্রেপ্তার কিশোর অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‍্যাব।

এই রকম আরও টপিক