জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে সম্প্রীতি বাংলাদেশের আলোচনা

জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে সম্প্রীতি বাংলাদেশের আলোচনা

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে 'তোমার আলোয় উজ্জ্বল বাংলাদেশ' শিরোনামে গোলটেবিল আলোচনার আয়োজন করেছে সম্প্রীতি বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, এ জাতির শত্রু চিহ্নিত।  ওরা জাতির পিতা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কাজ করে। তাদের রুখে দিতে মুক্তিযুদ্ধের চেতনাধারীদের ঐক্যবদ্ধ হওয়া দরকার।

সম্প্রীতি বাংলাদেশের সভাপতি পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, যারা এতো বছর পরেও সংবিধান মেরামত করার কথা বলে, তাদের এ দেশে বসবাস করার যোগ্যতা নেই।

আলোচনায় অংশ নেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকরা। বিশিষ্ট ব্যক্তিরা ছাড়াও তরুণরা আলোচনায় অংশ নিয়ে বলেন, ধর্মান্ধ, সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিতে সমাজের সর্বস্তরে ঐক্য প্রয়োজন। আলোচকরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা রেখে অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে সামগ্রিকভাবে কাজ করতে হবে।

news24bd.tv/FA