ঝোড়ো ইনিংস খেলেই সুসংবাদ পেলেন রনি

সংগৃহীত ছবি

ঝোড়ো ইনিংস খেলেই সুসংবাদ পেলেন রনি

অনলাইন ডেস্ক

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী গ্রুপের বিপক্ষে আজ ফতুল্লায় ঝড় তোলেন রনি তালুকদার। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেন ৬১ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংস। তার মারকুটে ব্যাটিংয়ের পরও মোহামেডান জেতেনি অবশ্য। তাতে কী! এমন ইনিংসের পর দারুণ এক খুশির সংবাদ পেয়ে গেছেন তিনি।

তাকে ডাকা হয়েছে বাংলাদেশের ওয়ানডে দলে।

মূলত, জাকির হাসানের কপাল পোড়ায় ওয়ানডে দল থেকে ডাক এসেছে রনির। আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে আজ সিলেটে অনুশীলনের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান জাকির। ফলে সিলেটে হতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের দলে নেওয়া হয় রনিকে।

জাকির, রনি কারোরই এখনো ওয়ানডে অভিষেক হয়নি।

জানা গেছে, অনুশীলনের সময় চোটে পড়া জাকিরের পুরোপুরি সুস্থ হতে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে। অর্থাৎ আগামী মাসের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া একমাত্র টেস্টের আগে সুস্থ হতে পারেন জাকির। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের মতো টি২০তেও তার ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।

এদিকে, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে আজ সকালেই সিলেট গেছে বাংলাদেশ দল। দুপুরে করেছে অনুশীলনেও। জাকির অবশ্য আয়ারল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে আগে থেকেই সেখানে ছিলেন।

হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে এবারের বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ড ও ফাইনাল ম্যাচ খেলতে পারেননি জাকির। সেই চোট থেকে সুস্থ হয়েই গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন।

news24bd.tv/SHS