আজও থাকবে কড়া রোদ 

প্রতীকী ছবি

আজও থাকবে কড়া রোদ 

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

গতকালের ন্যায় আজও (১৭ সেপ্টেম্বর, সোমবার) দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। সকাল থেকে সূর্যের তাপ চোখ রাঙানি দিচ্ছে। দিন গড়ানোর সাথে সাথে এই তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে- খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তবে সারাদেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে।

আবহাওয়া অফিস বলছে, মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজমান রয়েছে।

গতকাল (১৬ সেপ্টেম্বর, রোববার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ভোলায়, ৩৬.০°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে, ২৩.১°C । এছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুন্ড ও রাঙ্গামাটিতে, ৬ মিলিমিটার।  

আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টায়।


অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর