ফুটবল খেলতে গিয়ে মিরাজের চোখে আঘাত, নেওয়া হয়েছে হাসপাতালে

সংগৃহীত ছবি

ফুটবল খেলতে গিয়ে মিরাজের চোখে আঘাত, নেওয়া হয়েছে হাসপাতালে

অনলাইন ডেস্ক

আগামীকাল সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ। তবে সিরিজের প্রথম ম্যাচে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে স্বাগতিক শিবিরে। আজ শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন শুরুর আগে গা গরমের জন্য ফুটবল খেলতে নেমে চোট পেয়েছেন তিনি। দুই দলে ভাগ হয়ে ফুটবল খেলতে গিয়ে চোখে আঘাত পান মিরাজ।

আঘাত পাওয়ার পর সঙ্গে সঙ্গে মিরাজকে নেওয়া হয় হাসপাতালে। সেখানে করা হয় সিটি স্ক্যান। ভালো খবর, সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এসেছে। এখন মিরাজকে নিয়ে যাওয়া হয়েছে চোখের চিকিৎসকের কাছে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘ওর চোখে ফুটবল লেগেছে। আমরা ওর সিটি স্ক্যান করেছি। রিপোর্ট ভালো এসেছে। এখন দেখি চোখের চিকিৎসক কী বলেন। ’

আয়ারল্যান্ড সিরিজকে সামনে গতকাল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ভেন্যু সিলেটে আসেন মিরাজ। দলের ঐচ্ছিক অনুশীলন থাকলেও, মিরাজ কাল ছিলেন না মাঠে। আজ সকালে মাঠে এসে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন এই অলরাউন্ডার। মূল প্রস্তুতি শুরুর আগে ফুটবল খেলতে গিয়ে পেসার হাসান মাহমুদের মারা বলে আঘাত পান মিরাজ।

news24bd.tv/SHS