মাহমুদউল্লাহর বাদ পড়া নিয়ে মুখ খুললেন হেড কোচ হাথুরুসিংহে 

সংগৃহীত ছবি

মাহমুদউল্লাহর বাদ পড়া নিয়ে মুখ খুললেন হেড কোচ হাথুরুসিংহে 

অনলাইন ডেস্ক

বিশ্রামের আড়ালে তবে কি ওয়ানডে দল থেকে বাদ দেওয়া হলো মাহমুদউল্লাহ রিয়াদকে? আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে মাহমুদউল্লাহর নাম না দেখে, এমন কথাই বলাবলি হচ্ছিল সর্বত্র। সেই গুঞ্জন আরও জোরালো হয়, অভিজ্ঞ এই ক্রিকেটারের সাম্প্রতিক ফর্ম ও ফিটনেস বিবেচনায়। তবে বাংলাদেশ হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলছেন, মাহমুদউল্লাহর ওয়ানডে ক্যারিয়ার শেষ হয়ে যায়নি।

মাহমুদউল্লাহ ওয়ানডে দল থেকে বাদ পড়ার পর আজই এ বিষয়ে প্রথম কথা বললেন হাথুরুসিংহে।

আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন তিনি। সেখানে মাহমুদউল্লাহর বাদ পড়া নিয়ে প্রশ্ন করা হলে কিছুটা বিস্ময়ের সুরেই এই লঙ্কান বলছিলেন, ‘আমাকে ব্যাখ্যা করার সুযোগও দিলেন না। আপনার নিজের মতামত দিলেন, এটা আসলে মতই। আমি মনে করি না সে অতীত হয়ে গেছে।

হাথুরুসিংহে এরপর ব্যাখ্যা করেন ঠিক কী কারণে দলের বাইরে রাখা হয়েছে মাহমুদউল্লাহকে। তিনি বলেন, ‘আমরা যেটা করতে চাচ্ছি, বিশ্বকাপের আগে আমাদের প্লেয়ারের পুল বড় করতে। যদি বিশ্বকাপের কাছে গিয়ে কিছু হয়, তখন যেন যথেষ্ট খেলোয়াড় থাকে আমরা দেখেছি বা বিশ্বাস করতে পারি কোনো দায়িত্বের জন্য এমন। বিশ্বকাপের আগে ১৫টা ম্যাচ আছে। আমরা চেষ্টা করছি ভূমিকা রাখতে পারে এমন খেলোয়াড়দের সুযোগ দিতে। মাহমুদউল্লাহ এখনও আছে। '

আয়ারল্যান্ড সিরিজে মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় সুযোগ পেয়েছেন ইয়াসির আলী রাব্বি। এছাড়া অন্যান্যাদেরও তার জায়গায় বাজিয়ে দেখা হতে পারে। হাথুরুর কাছে জানতে চাওয়া হয়েছিল, নতুনরা পারফর্ম করলে মাহমুদউল্লাহর দলে ফেরার সম্ভাবনা কতটুকু?

জবাবে বাংলাদেশ হেড কোচ বললেন, 'উত্তর দেওয়ার জন্য এটা অনেক কঠিন প্রশ্ন। কারণ আপনারা চাচ্ছেন এটা খুঁজতে আমরা মাহমুদউল্লাহকে নিয়ে কী ভাবছি। মাহমুদউল্লাহ অনেক কিছু করেছে, অভিজ্ঞতা আছে। আমরা জানি সে কী দিতে পারে। আমরা চাই অন্য খেলোয়াড়রাও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ নিক। স্কিলের ব্যাপার না, এই ছেলেদের ক্যারেক্টার দেখা। এর মানে এই না যে কেউ ভালো করলেই মাহমুদউল্লাহ শেষ, এখনও যথেষ্ট ম্যাচ বাকি আছে। ’