সিরাজগঞ্জের বেলকুচিতে নিয়ন্ত্রণ হারিয়ে সোহান (১৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
শুক্রবার সকালে বেলকুচি-বানিয়াগাঁতী আঞ্চলিক সড়কের বানিয়াগাঁতি কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত সোহান বেলকুচির বওরা পশ্চিম পাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সোহান ও তার দুই বন্ধু বানিয়াগাঁতী কবরস্থান এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে সজোড়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়।
news24bd.tv/কেআই