ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের কিনারে খাদে পড়ে গিয়ে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মার্চ) দুপুরে কসবা-সৈয়দবাদ আঞ্চলিক সড়কের বিনাউটি ইউনিয়নের চান্দিসার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন।
নিহত দুজন হলেন, ট্রাক্টর চালকের সহযোগী পাভেল মিয়া (১৮) ও পথচারী দেলোয়ার মিয়া (৩০)।
ওসি জানান, কসবা থেকে একটি ট্রাক্টর তিনলাখপীর যাওয়ার পথে চান্দিসার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাক্টর চাপায় সড়কের পাশ দিয়ে যাতায়াতকারি একজন পথচারী ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় ট্রাক্টর চালকের সহযোগী পাভেল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমক্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
পরে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
news24bd.tv/কেআই