সিঙ্গাপুরে আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

সিঙ্গাপুরে আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

 সিঙ্গাপুর প্রতিনিধি

সিঙ্গাপুরে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজন করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন। সিঙ্গাপুর সময় সন্ধ্যা ৮ টায় মোস্তফা প্লাজার একটি রেষ্টুরেন্টের হল রুমে কেক কাটা আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সিঙ্গাপুর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সিঙ্গাপুর ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আরিফ হোসেনের পরিচালনায় সিঙ্গাপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলেক হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী রহমত জয়।

আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইমান ব্যাপারী, সিঙ্গাপুর ছাত্রলীগের সহ সভাপতি সজীব জয়, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেপি তালাস, সাংগঠনিক সম্পাদক শিমুল ঘোষ, ক্রিয়া সম্পাদক রশিদ, সাংগঠনিক সম্পাদক নিশানসহ অন্যান সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।