পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, যা বললেন বাইডেন

সংগৃহীত ছবি

পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, যা বললেন বাইডেন

অনলাইন ডেস্ক

হেগে অবস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। তবে ক্রেমলিন ওই পরোয়ানা প্রত্যাখ্যান করে বলেছে, প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে একরম কোনো আদেশ জারি করার এখতিয়ার ওই আদালতের নেই।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বললেন ভিন্ন কথা।

 

তিনি বলেছেন, 'রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে পরিষ্কার যুদ্ধাপরাধ ঘটিয়েছেন, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) এই গ্রেপ্তারি পরোয়ানা যৌক্তিক। '

পরোয়ানা প্রসঙ্গে শুক্রবার বাইডেন সাংবাদিকদের সামনে বলেন, 'এটি আন্তর্জাতিকভাবে শুধু স্বীকৃতি দিল না, শক্তিশালী একটি পয়েন্ট তৈরি হলো। '

এর আগে, শুক্রবার ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়া জোরপূর্বক ইউক্রেনের শিশুদের দখলকৃত অঞ্চল থেকে বের করে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার সকালে আইসিসি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়ার শিশু অধিকার বিষয়ক কমিশনার এলভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

সূত্র: রয়টার্স 

news24bd.tv/রিমু