সেঞ্চুরির হলো না সাকিবের, অভিষেকে তৌহিদের ফিফটি

সেঞ্চুরির হলো না সাকিবের, অভিষেকে তৌহিদের ফিফটি

অনলাইন ডেস্ক

আইরিশদের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ৮১ রানে হারায় তিন উইকেট। সেখান থেকে অভিজ্ঞ সাকিব এবং তরুণ তৌহিদ হৃদয়ের শতক ছাড়ানো জুটিতে ভালো করেছে বাংলাদেশ। অল্পের জন্য সেঞ্চুরি হলো না সাকিবের ৯৩ রান করে ফিরে গেছেন তিনি।

সিলেট স্টেডিয়ামে স্বাগতিকরা ৩৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৩ রানে ব্যাট করছে বাংলাদেশ। ওয়ানডে অভিষেক হওয়া হৃদয় ৬২ রান করে খেলছেন।  

এর আগে ইনিংসের ইনিংসের শুরুতেই অধিনায়ক তামিম ইকবালকে হারায় স্বাগতিকরা। ৯ বলে ৩ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

১৫ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেছেন নাজমুল হোসেন শান্ত ও ওপেনার লিটন দাস।

তবে দারুণ খেলতে থাকা লিটনের বিদায়ে ভাঙল এই জুটি। ক্যাম্ফারের বলে স্টার্লিংয়ের ক্যাচ হয়ে ফেরার আগে ৩১ বলে ২৬ রান করেন লিটন। তার বিদায়ে ভাঙে ৪২ বলে ৩৪ রানের জুটি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও নাসুম আহমেদ।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।

news24bd.tv/কেআই