সাকিব-হৃদয়ের ঝড়ে বাংলাদেশের সংগ্রহ ৩৩৮ 

সংগৃহীত ছবি

সাকিব-হৃদয়ের ঝড়ে বাংলাদেশের সংগ্রহ ৩৩৮ 

অনলাইন ডেস্ক

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে রেকর্ড ৩৩৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। সাকিবের ৯৩ এবং হৃদয়ের ৯২ রানে ভর করে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে টাইগাররা পাহাড়সম লক্ষ্য দাড় করিয়েছে আইরিশদের বিপক্ষে।

ওয়ানডেতে এটা বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে সর্বোচ্চ ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে।

২০১৯ বিশ্বকাপে নটিংহামে অস্ট্রেলিয়ার ৩৮১ রান তাড়া করতে নেমে সেটি করেছিল বাংলাদেশ।

শনিবার (১৮ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে ইংল্যান্ড সিরিজের মতো আইরিশদের বিপক্ষেও ব্যর্থ হন টাইগার কাপ্তান তামিম। ইনিংসের তৃতীয় ওভারে মার্ক এডেয়ারের বলে স্লিপে পল স্টার্লিংকে ক্যাচ দেন তামিম।

৯ বলে ৩ রান করে আউট হলেন বাংলাদেশ অধিনায়ক।

এরপর লিটন-শান্ত জুটি গড়ে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে ৩৪ রানের জুটি ভেঙে যায় লিটনের ৩১ বলে ২৬ রানে বিদায়ে। দশম ওভারে কার্টিস ক্যাম্ফারের বলে দলীয় ৪৯ রানে কাভারে স্টার্লিংকে ক্যাচ দিয়ে আউট হন লিটন দাস।

এদিন বাংলাদেশের ইনিংসের মোড় ঘুরিয়ে দেন সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়। দুজনে মিলে ১৩৫ রানের জুটি গড়েন। দুজনই ৯০ পেরিয়েছিলেন, কিন্তু একজনও সেঞ্চুরির দেখা পাননি। সাকিব ব্যক্তিগত ৯১ রানে আউট হন। অল্পের জন্য অভিষেকেই সেঞ্চুরি হাঁকানোর সুযোগ নষ্ট করেন হৃদয়। বিদায় নেন ব্যক্তিগত ৯২ রানে। আর মুশফিক আউট হন ব্যক্তিগত ৪৪ রানে।

news24bd/আজিজ