এগিয়ে যাওয়া নারীদের সম্মানিত করলো হোয়াইট বাংলা

সংগৃহীত ছবি

এগিয়ে যাওয়া নারীদের সম্মানিত করলো হোয়াইট বাংলা

অনলাইন ডেস্ক

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১১ জন নারীকে দেয়া হলো প্রিয়বাসিনী বাংলাদেশ অ্যাওয়ার্ড-২০২২। সাংবাদিকতায় সন্মাননা পান নিউজ টোয়েন্টিফোরের অপরাধ বিষয়ক প্রতিবেদক মাসুদা লাবনী।

শনিবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও হোয়াইট বাংলার সিইও চূর্য নাসির। উদ্বোধক এটিএন নিউজের সিইও ও এটিএন বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা মীর মোতাহার হাসান।

 

রাজনীতি, অভিনয়, শিক্ষা, সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে যারা এগিয়ে, সমাজে যারা স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, তাদের সম্মান জানাতেই তৃতীয়বারের মতো এ আয়োজন হোয়াইট বাংলার।  

নারীর অংশগ্রহণ ছাড়া বাংলাদেশ কখনো এগিয়ে যেতে পারবে না, তাই সবাইকে সাথে নিয়ে কাঙ্খিত সোনার বাংলা গড়ার আহ্ববান জানান অনুষ্ঠানের উদ্বোধক। সমাজে যে নারী এখনো অবহেলিত, বঞ্চিত- তাদের পাশে স্বাবলম্বী নারীদের দাঁড়ানোর তাগিদ দিয়ে দিলারা জামান বলেন, সমাজে এখনো অনেক নারী অধিকার বঞ্চিত। নারীদের এগিয়ে যেতে শিক্ষার বিকল্প নেই।

তাই সব বাধা পেরিয়ে শিক্ষিত হওয়ার পরামর্শ বক্তাদের।

যারা সম্মাননা পান: 
আজীবন সম্মাননা পান:  মেহের আফরোজ চুমকি এমপি (রাজনীতি), ডলি জহুৱ (অভিনয়), ড. সেলিনা হোসেন (সাহিত্যে), ইসমে আরা হানিফ (সমাজ সেবা)।   অন্যন্যা ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা পান ডা. সাকিরা নোভা আইকন লেডি, ডা. নুজহাত , ফাতেমাতুজ জোহুরা, দিলোয়ারা ইউসুফ, জয়নব বেগম (জলি খান) ফারিয়েল বিলকিস আহমেদ (নারী উদ্যোগ)।
news24bd.tv/আলী