প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসরের আশায় বাংলাদেশ কোচ

সংগৃহীত ছবি

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসরের আশায় বাংলাদেশ কোচ

অনলাইন ডেস্ক

আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ। কমলাপুর স্টেডিয়ামে হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ভারত, নেপাল ও ভুটান এবং অতিথি হিসেবে খেলতে আসছে রাশিয়া। এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় থাকছে উয়েফা। সংস্থাটির চাওয়া অনুযায়ী রাশিয়া সাফে খেলবে।

লিগভিত্তিক আসরে পয়েন্ট টেবিলের সেরা দল হবে চ্যাম্পিয়ন। সে কথা মাথায় রেখে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক আসরের অপেক্ষায় আছেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানি ছোটন। টুর্নামেন্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেছেন, ‘এই আসরকে সামনে রেখে জানুয়ারির ১ তারিখ থেকে আমরা প্রশিক্ষণ শুরু করি। যেহেতু আমাদের ম্যাচ খেলার সুযোগ কম থাকে।

এ জন্য আমরা সিনিয়র ও জুনিয়র মেয়েদের একসঙ্গে ট্রেনিং করাই। নিজেদের মধ্যে বেশকিছু ম্যাচ খেলার চেষ্টা করি। ’

সাফের সব দলের শক্তি কাছাকাছি বলে মনে করেন গোলাম রব্বানি ছোটন। তিনি বলেন, ‘সাফে ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ সব সময় খেলে থাকে। সবার শক্তি খুবই কাছাকাছি। আমি মনে করি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি আসর হবে। ’

আসরের বাংলাদেশ দল নিয়ে ছোটন জানান, ‘আমরা সিনিয়র সাফ, অনূর্ধ্ব-২০, অনূর্ধ্ব-১৫ সাফ খেলে এসেছি। সেখানে আমাদের ২৩ জনের দল ছিল। তবে এই সাফে আমাদের ২০ জনের টিম থাকাতে পাঁচ খেলোয়াড় পরির্বতন হয়। দুই জন খেলোয়াড় এই দলে অন্তর্ভুক্ত হয়েছে। তাদের মধ্যে একজন খেলোয়াড়কে আমরা এবারের ঘরোয়া নারী ফুটবল লিগ থেকে নিয়েছি। আর একজন নাদিয়া আক্তার জুঁথি, সে আমাদের দলেই ছিল। ’

প্রথমবারের মতো এবারের আসরে খেলবে ইউরোপের দেশ রাশিয়া। রাশিয়ার অন্তর্ভুক্তি দলের জন্য একটা অন্যরকম বিষয় বলেন মনে করেন বাংলাদেশের এই কোচ। তিনি বলেন, ‘রাশিয়ার সঙ্গে ম্যাচ খেলার জন্য আমাদের মেয়েরা মুখিয়ে আছে। এ ম্যাচ থেকে তারা অনেক কিছু শিখতে পারবে। অভিজ্ঞতা অর্জন করতে পারবে। পরিষ্কার ধারণা হবে তাদের। যেহেতু আমরা বেশিভাগ ম্যাচ খেলি দক্ষিণ এশিয়ার দেশের বিপক্ষে। ইউরোপের একটা দল থাকায় আমাদের মেয়েদের জন্য এটি ভালো অভিজ্ঞতা হবে। ’

আসরে অংশ নেওয়া পাঁচটি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। টুর্নামেন্টে অংশ নেয়া পাঁচ দলের মধ্যে র‌্যাংকিংয়ের বিচারে বাংলাদেশ চতুর্থ অবস্থানে। র‌্যাংকিংয়ের দিক থেকে সবচেয়ে উপরে রয়েছে রাশিয়া (২৬)। এরপর যথাক্রমে রয়েছে ভারত (৬১), নেপাল (১০৩), বাংলাদেশ (১৪০) ও ভুটান (১৭৭)। ইউরোপের দলটিই এবারের আসরে সবচাইতে কঠিন প্রতিপক্ষ বাংলাদেশের জন্য।

news24bd.tv/SHS