হাথুরুকে ‘লেটার মার্ক’ দিলেন তার স্বদেশি

সংগৃহীত ছবি

হাথুরুকে ‘লেটার মার্ক’ দিলেন তার স্বদেশি

অনলাইন ডেস্ক

দ্বিতীয় মেয়াদে চন্ডিকা হাথুরুসিংহে হেড কোচের দায়িত্ব নিয়ে ফিরতেই বদলে গেছে বাংলাদেশ দলের চেহারা। শেষ সিরিজে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি২০ সিরিজে ধবলধোলাই করেছে সাকিব আল হাসানের দল। গতকাল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে নিয়ে ছেলেখেলা করেছে তামিম ইকবালের দল। জিতেছে রেকর্ড গড়ে, ১৮৩ রানে।

আগামীকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। তার আগে আজ সংবাদ সম্মেলনে আসেন হাথুরুর স্বদেশি বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। নিজ দেশি হেড কোচের সঙ্গে এ কদিনের কাজের অভিজ্ঞতা জানতে চাওয়া হয়েছিল হেরাথের কাছে। যে প্রশ্নের জবাবে, হাথুরুসিংহেকে ‘লেটার মার্ক’ই দিলেন হেরাথ।

রঙ্গনা হেরাথের কাছে হাথুরুর দল ম্যানেজ করার ক্ষমতা অন্তত ‘চমৎকার’। তিনি বলেন, ‘হাথুরুসিংহে আগেও এখানে ছিল। তার কোচিং সামর্থ্য ও যেভাবে সে দলকে ম্যানেজ করে, নিজের অভিজ্ঞতা প্রয়োগ করে সেটা চমৎকার। সে দলের ক্রিকেটার ও কোচদের অনেক ইনপুট দেয়। ’

ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে দলে ছিলেন তাইজুল ইসলাম। বেশ ভালোও করেছিলেন তিনি। এবার নাসুম আহমেদকে নিয়ে কাজ করছেন হেরাথ। দুজনের এই রদবদল অবশ্য হেরাথের কাছে কেবল ‘স্কোয়াড বড় করার’ চেষ্টা। এ দুজনকে নিয়ে প্রশ্নে তিনি বলেছেন, ‘তাইজুল ইংল্যান্ডের বিপক্ষে গত সিরিজে ভালো করেছে। এখন আমরা নাসুমকে সুযোগ দিয়েছি। বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াড বড় করতে চাচ্ছি। আমাদের আক্রমণাত্মতক ইন্টেন্টও নিশ্চিত করতে হবে। ’

একই সময় পেসারদেরও প্রশংসায় ভাসিয়েছেন হেরাথ। আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডে নয়, গত কয়েক সিরিজ ধরেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন পেসাররা। তাই তো হেরাথ বলছিলেন, ‘আমরা সবাই পেসারদের দ্বারা অনুপ্রাণিত। আমাদের কাছে এখন ভালো পেস বোলিং আক্রমণ আছে। সামগ্রিকভাবে, আমরা একটি ভালো ব্যাটিং এবং পেস ও স্পিন বোলার রয়েছে। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো। '

আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচে রেকর্ড গড়া জয় নিয়ে হেরাথ বলেন, ‘আমি মনে করি এটা দলের সব সদস্যদের চমৎকার একটি দলীয় প্রচেষ্টা। বিশেষ করে তাওহীদ ও সাকিব, তারপর মুশফিক এবং ইয়াসিরও। তাদের আক্রমণাত্মক পদ্ধতি ছিল চমৎকার। আমরা এই মুহূর্তে আমাদের ক্রিকেটের একটি ব্র্যান্ড দেখাচ্ছি। আশা করি আগামীকালও আমরা একই কাজ করব। ’

news24bd.tv/SHS