লোকালয়ে এল ৬ ফুট ‘র‌্যাটল স্নেক’

লোকালয়ে এল ৬ ফুট ‘র‌্যাটল স্নেক’

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন চালরায়েন্দা গ্রামের বসত ঘর থেকে একটি র‌্যাটল স্নেক (সাপ) উদ্ধার করেছে ওয়াইল্ড টীমের সদস্যরা। শনিবার (১৯ মার্চ) সকালে উপজেলার চালরায়েন্দা গ্রামের কালাম জমাদ্দারের বসত ঘরের বারান্দা থেকে সাপটি উদ্ধারের পর বিকেলে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকার বনে ৬ ফুট লম্বা সাপটি অবমুক্ত করা হয়।

বাগেরহাটের পুর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, শনিবার (১৯ মার্চ) সকালে শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন চালরায়েন্দা গ্রামের কালাম জমাদ্দারের বসত ঘরের বারান্দায় একটি র‌্যাটল স্নেক (সাপ) দেখতে পেয়ে গৃহকর্তা সুন্দরবন বিভাগকে জানান। খবর পেয়ে সুন্দরবন সুরক্ষা বিষয়ক ওয়াইল্ড টীমের সদস্য ও বনরক্ষীরা ঘটনাস্থলে গিয়ে ৬ ফুট লম্বা সাপটি উদ্ধার করে।

বিকেলে উদ্ধার করা সাপটি সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস এলাকার বনে সাপটি অবমুক্ত করা হয়।

news24bd.tv/তৌহিদ