‘শিশু-চিকিৎসা বিজ্ঞান’ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের শিশুস্বাস্থ্য বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী। তিনি একাধারে কবি, গীতিকার, সাহিত্যিক ও স্বাস্থ্যনিবন্ধকার।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যাণ বিভাগের অধীনে প্রফেসর ড. সোমা চৌধুরী বিশ্বাস এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মনছুরুল আলমের যুগ্ম গবেষণা নির্দেশনায় রচিত ‘Vitamin D Status of Infants and Children in South-East Region of Bangladesh’ শীর্ষক বৃহত্তর গবেষণাপত্রের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে এ ডিগ্রি প্রদান করেন।
সন্তোষ কুমার চৌধূরী ও রেণুবালা চৌধূরীর জ্যেষ্ঠ পুত্র শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরীর জন্ম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে।
শিশুস্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান নিয়ে তাঁর লেখালেখির জীবন প্রায় তিন দশকের।
এর আগে তিনি শিশু-চিকিৎসা শাস্ত্রে অবদানের স্বীকৃতি স্বরুপ শেরেবাংলা এ কে ফজলুল হক গোল্ড মেডেল, চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্বাধীনতা স্মারক সন্মাননা পদক-২০১৭ এবং চট্টগ্রাম একাডেমি প্রদত্ত আজীবন সন্মাননা লাভ করেছেন। শিশুতোষ লেখার জন্য দিগন্তধারা সাহিত্য পুরস্কার-২০১৮ এবং ‘দেবশিশু’ উপন্যাসের জন্য আহমদ ছফা সাহিত্য পুরস্কার-২০১৯ পেয়েছেন।