রোহিঙ্গা প্রত্যাবাসনে অনুকূল পরিস্থিতি নেই রাখাইনে: জাতিসংঘ

সংগৃহীত ছবি

রোহিঙ্গা প্রত্যাবাসনে অনুকূল পরিস্থিতি নেই রাখাইনে: জাতিসংঘ

অনলাইন ডেস্ক

মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনের অনুকূল নয় বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। থাইল্যান্ডের ব্যাংককে সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দপ্তর থেকে প্রচারিত বিবৃতিতে এ মন্তব্য করা হয়েছে।  

বিবৃতিতে বলা হয়েছে, রোহিঙ্গাদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়ে আলোচনায় ইউএনএইচসিআর জড়িত নয়। শরণার্থীদের একটি দলের সাথে সাক্ষাতের জন্য মিয়ানমারের প্রতিনিধি দলের বাংলাদেশে সফর সম্পর্কে অবগত সংস্থাটি।

তারা রাখাইনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের সঙ্গে কাজ করছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।  

রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে ইউএনএইচসিআরের অবস্থান অপরিবর্তিত রয়েছে। ইউএনএইচসিআর-এর মূল্যায়নে, মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি বর্তমানে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনের জন্য অনুকূল নয়। একই সঙ্গে আমরা পুনর্ব্যক্ত করছি যে, প্রতিটি শরণার্থীর বিষয়টি জানা উচিত এবং নিজ দেশে তারা ফিরতে চায় কিনা সেই বিষয়েও তাদের মতামত জানানোর অধিকার রয়েছে।

কোনো রোহিঙ্গাকে দেশে ফেরার জন্য বাধ্য করা উচিত নয়।  

ইউএনএইচসিআর আরও জানায়,  রোহিঙ্গারা যাতে স্বেচ্ছায় প্রত্যাবাসনে অংশ নেন সে জন্য বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে কাজ চালিয়ে যাবে তারা।

news24bd/ARH