ঘূর্ণিঝড় ফ্রেডিতে নিহত বেড়ে ৫২২

সংগৃহীত ছবি

ঘূর্ণিঝড় ফ্রেডিতে নিহত বেড়ে ৫২২

অনলাইন ডেস্ক

গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আফ্রিকার তিন দেশ মালাবি, মোজাম্বিক এবং মাদাগাস্কারে নিহতের সংখ্যা শুধু বাড়ছে। এই তিন দেশের কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ফ্রেডির তাণ্ডবে মারা গেছেন ৫২২ জন।

ফ্রেডিত আঘাতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মালাবি। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার জানায়, দেশটিতে নিহত মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ৪৩৮।

ঘূর্ণিঝড়ে দেশটির হাজারো মানুষ গৃহহীন হয়েছে। মালাবির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা গত বৃহস্পতিবার দেশটিতে ১৪ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।

প্রতিবেশী দেশ মোজাম্বিকে ঘূর্ণিঝড়ে কমপক্ষে ৬৭ জন নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৫০ হাজার মানুষ।

মালাবি ও মোজাম্বিক উভয় দেশে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেশী দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারেও নিহতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত অন্তত ১৭ জন নিহত হয়েছেন।

বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে, ফেব্রুয়ারিতে শুরু হওয়া ফ্রেডি ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী ঘূর্ণিঝড় হতে পারে। এ বিষয় নির্ধারণে একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা।

গত ২১ ফেব্রুয়ারি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আফ্রিকায় প্রথম আঘাত হানে ঘূর্ণিঝড় ফ্রেডি। একবার চলে গিয়ে নতুন শক্তি নিয়ে এটি আবার গত ১১ মার্চ আঘাত হানে মোজাম্বিক উপকূলে।

news24bd.tv/SHS