ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ফিরলেন শান্ত

সংগৃহীত ছবি

ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ফিরলেন শান্ত

অনলাইন ডেস্ক

ইংল্যান্ড সিরিজ শুরুর আগে নামের পাশে কোনো ফিফটিই ছিল না নাজমুল হোসেন শান্তর। তবে সেই সিরিজে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে দুটি ফিফটি হাঁকান এই টপ অর্ডার ব্যাটার। একটিতে করেন ৫৮ রান। অপর ম্যাচে তার ব্যাট থেকে আসে ৫৩ রানের ইনিংস।

রান তোলার সেই ধারাবাহিকতা আয়ারল্যান্ড সিরিজেও ধরে রাখলেন শান্ত।

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ফিফটি করলেন শান্ত।  খেললেন ক্যারিয়ার সেরা ইনিংস। তিনে নেমে ৭৭ বলে ৭৩ রানের ইনিংস খেলেছেন শান্ত।

ইনিংসটি তিনি সাজান ৩ চার ও ২ ছক্কায়। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পথে হাঁটলেও, গ্রাহাম হিউম ফেরান তাকে।  

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের বর্তমান স্কোর ৪২ ওভার ৪ উইকেটে ২৬১ রান। মুশফিকুর রহিম ২৯ বলে ৩৬ ও তাওহীদ হৃদয় ২৫ বলে ৩৪ রানে ব্যাট করছেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলীয় ৪২ রানে অধিনায়ক তামিম ইকবাল রান আউট হন। তামিমের ব্যাট থেকে এসেছে ৩১ বলে ২৩ রান। অধিনায়কের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে লিটন দাস ও শান্ত গড়েন শতরানের জুটি। ১০১ রানের জুটির পর থামেন লিটন দাস। ক্যাম্ফারের বলে অ্যান্ডি ম্যাকব্রাইনকে ক্যাচ দেওয়ার আগে লিটন খেলেছেন ৭১ বলে ৭০ রানের ইনিংস। তার ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ৩টি চার। আজ ব্যাট হাতে বড় কিছু করতে পারেননি সাকিব আল হাসান। ফিরেছেন ১৭ রান করে।

news24bd.tv/SHS