গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার আওতায় থাকছে জবি-ইবি

সংগৃহীত ছবি

গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার আওতায় থাকছে জবি-ইবি

অনলাইন ডেস্ক

গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার আওতার মধ্যেই থাকছে জগন্নাথ ও ইসলামি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে পরীক্ষা নেয়ার ঘোষণা দেয় জগন্নাথ ও ইসলামি বিশ্ববিদ্যালয়। এরপর থেকেই প্রশ্ন, তবে কি ভেঙে যাচ্ছে গুচ্ছ পরীক্ষা পদ্ধতি?

এরই প্রেক্ষাপটে সোমবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসে ইউজিসি। প্রায় দুই ঘন্টা বৈঠকের পর কমিশন জানায়, পদ্ধতিগত কোনো জটিলতা থাকলে তা সমাধান করা হবে।

কিন্তু গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরোনোর সুযোগ নেই কোনো বিশ্ববিদ্যালয়ের। তাই গত বছরের মতো এবারও দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২০ মার্চ) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করায় দেশবাসী আমাদের উষ্ণ অভিবাদন জানিয়েছে।

তারা বলেছে, এটি একটি ভালো পরীক্ষা পদ্ধতি। নতুন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া কিছু সমস্যা তৈরি হয়েছে। তাই এখান থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। গুচ্ছ ভর্তি পরীক্ষা ভালো ও সর্বজন স্বীকৃত পদ্ধতি হয় সেজন্য উপাচার্য ও ভর্তি সংশ্লিষ্টদের তিনি আন্তরিক হওয়ার আহ্বান জানান। গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ে সরকারের অভিপ্রায় বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সংবেদনশীল হওয়ার পরামর্শ দেন ইউজিসি চেয়ারম্যান।

ইউজিসি সদস্য ও গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ আলমগীর বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৮০ শতাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে। আগামী বছর থেকে সব বিশ্ববিদ্যালয়ে একটি ইউনিক পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ২২ বিশ্ববিদ্যালয় এবারো গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করবে। এখন তারা নিজেরা বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিতে একাডেমিক কাউন্সিলে এরইমধ্যে সিদ্ধান্ত নিলেও সেখান থেকে সরে আসছে জগন্নাথ ও ইসলামি বিশ্ববিদ্যালয়। যদিও সিন্ডিকেট বৈঠকেই সিদ্ধান্ত চূড়ান্ত করার কথা জানিয়েছেন উপাচার্যরা।

ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের হয়রানি ও ব্যয় কমাতে ২০১৯ সাল থেকে তিনটি গুচ্ছে ভাগ হয়ে ভর্তি পরীক্ষা নিচ্ছে ৩৩ বিশ্ববিদ্যালয়।

news24bd.tv/SHS