তামিমের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই মুশফিকের

সংগৃহীত ছবি

তামিমের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই মুশফিকের

অনলাইন ডেস্ক

সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না মুশফিকুর রহিমের। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৭০ রানের ইনিংস খেলেছিলেন বটে, তারপরও সাম্প্রতিক ফর্ম দলে মুশফিকের জায়গা নিয়ে তুলে দিয়েছিল প্রশ্ন। সেই মুশফিক আয়ারল্যান্ড সিরিজে ফিরলেন সমহিমায়। প্রথম ম্যাচে ২৬ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংসের পর আজ দেশের পক্ষে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন এই কিপার-ব্যাটার।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সোমবার ৬০ বলে সেঞ্চুরি গড়ে ইতিহাস গড়েন মুশফিক। ১৪ বছর আগে সাকিব আল হাসানের গড়া দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে সেটি নিজের নামে করে নেন পকেট ডায়নামাইট। তবে কপাল খারাপ মুশফিকের। তার এই ইনিংস পূর্ণতা পেলো না ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায়

রেকর্ডগড়া সেঞ্চুরির পর ফল না আসায় মুশফিক হতাশ হতেই পারেন। তবে ম্যাচ শেষে সেই হতাশা দূরে ঠেলে তিনি প্রশংসায় মাতলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। যেন ঝাঁপি খুলে বসলেন কৃতজ্ঞতা জ্ঞাপনের।  খারাপ সময়টায় অধিনায়কের বিশ্বস্ত হাত কাঁধে পেয়েছিলেন বলেই সেঞ্চুরির পর মুশফিক ভুললেন না প্রিয় বন্ধু তামিমের কথা।  

বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত ঘোষণা হওয়ার পর মুশফিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তামিমকে নিয়ে পোস্ট দিয়েছেন। ড্রেসিংরুমে তামিমের সঙ্গে তোলা একটি ছবি দিয়ে মুশফিক কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, ‘মাঠ এবং মাঠের বাইরে দেওয়া সবটুকু সমর্থনের জন্য আজ তামিমকে ধন্যবাদ জানাতে চাই। এ পর্যন্ত ছোট যাই কিছু অর্জন করেছি, তাতে এই ভদ্রলোকের বিরাট অবদান রয়েছে। ’  

আজ ছিল তামিমের জন্মদিন। অবশ্য জন্মদিন রাঙাতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ২৩ রান করেই রানআউট হয়ে সাজঘরে ফিরে যান তিনি। অবশ্য এই ছোট্ট ইনিংসের মাঝেই ইতিহাসের পাতায় ঢুকে যান তামিম নিজেও। ব্যক্তিগত ১৪ রান পেরিয়ে যেতেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম

মুশফিকের পোস্টে উঠে এসেছে সে কথাও। মুশফিকের চোখে, তামিম বাংলাদেশের সেরা ব্যাটার। বর্তমানে সময়টা ভালো না কাটলেও মুশফিকের বিশ্বাস, তামিমও ঘুরে দাঁড়াবেন। সেই বিশ্বাসের কথা এভাবে লিখলেন তিনি, ‘১৫ হাজার আন্তর্জাতিক রান এবং আমার চোখে সে বাংলাদেশের সেরা ব্যাটার। সবকিছুর জন্য ধন্যবাদ বাডি (ভাই)। ইনশা আল্লাহ তোমার সময়ও খুব আসবে বন্ধু। ’

news24bd.tv/SHS