রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সংগৃহীত ছবি

রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পবিত্র এই মাসে মানুষের ভোগান্তি হয় এমন কিছু করা থেকে ব্যবসায়ীদের বিরত থাকা উচিত বলেও জানান তিনি।

মঙ্গলবার (২১ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে তিনি এসব কথা বলেন। পরে ব্রিফিংয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সাধারণ মানুষ মূল্যস্ফীতির চাপে রয়েছে বলে প্রধানমন্ত্রী স্বীকার করেছেন বলেও জানান পরিকল্পনামন্ত্রী।

আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, আগামী মাস থেকে মূল্যস্ফীতির চাপ কমে আসবে। মন্ত্রী জানান, প্রকল্প ব্যয় কমিয়ে আনতে আবারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, নামমাত্র ভবন নির্মাণ বন্ধ করার পাশাপাশি প্রকল্প পরিচালকদের স্বতন্ত্র হওয়ার পরামর্শ দেন তিনি।

একনেক বৈঠকে মোট ৯টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে, যেখানে ব্যয় হবে ১৭'শ ৩০ কোটি টাকা।

news24bd.tv/FA