সায়েন্স ল্যাবে বিস্ফোরণে আহত ঢাবি ছাত্রের মৃত্যু

সংগৃহীত ছবি

সায়েন্স ল্যাবে বিস্ফোরণে আহত ঢাবি ছাত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক

দীর্ঘ ১৬ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকার পর অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণের ঘটনায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নূর নবী (২৪)।

মঙ্গলবার (২১ মার্চ) বেলা আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে এই ঘটনায় ছয়জনের মৃত্যু হলো।

ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

নূর নবীর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। নূর নবী থাকতেন বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহরুল হক হলে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য ও শিক্ষকরা হাসপাতালে গেছেন।

হাসপাতালে নূর নবীর পরিবারের সদস্যরাও রয়েছেন। তার পরিবার যে সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ী তারা সহযোগিতা করবেন।

গত ৫ মার্চ দুপুরে সায়েন্স ল্যাব এলাকার ওই তিনতলা ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। বিস্ফোরণের সময় ভবনটির নিচে ছিলেন নূর নবী। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে নূর নবীর মাথায় ওপর ভবন থেকে ভারী বস্তু পড়ে। এতে তাঁর মাথা ফেটে যায়। এ ছাড়া তাঁর ডান পা ভেঙে যায়।

news24bd.tv/FA