দেশের আধুনিক ফুটবলের পথিকৃৎ ছিলেন শেখ কামাল: প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

দেশের আধুনিক ফুটবলের পথিকৃৎ ছিলেন শেখ কামাল: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

রাজধানীর আর্মি স্টেডিয়ামে লাল সবুজের বিজয় নিশান উড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের চূড়ান্ত  আসরে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের আধুনিক ফুটবলের পথিকৃৎ ছিলেন শেখ কামাল। নিজেকে ফুটবল অন্তঃপ্রাণ পরিবারের সদস্য উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এত বড় টুর্নামেন্ট বিশ্বের আর কোন দেশে হয়নি।

স্বাধীনতা অর্জিত হয়েছে বলেই খেলাধুলা-লেখাপড়াসহ সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে এই ভূখণ্ড বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

বলেন, আজকের কোমলমতি শিশুরাই আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।

খেলাধুলায় বাচ্চাদের উৎসাহ দিতে অভিভাবকদের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা শারীরিক গঠনের পাশাপাশি মনকে উদার করে। আগামীর স্মার্ট বাংলাদেশের হাল ধরতে হলে শিশুদের পড়াশোনায় আরো মনোযোগী হতে হবে। পরে বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা গোল্ডকাপ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারা দেশের ৬৫ হাজার ৫২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১১ লাখ ১৩ হাজার ৯৯৩ জন খেলোয়াড় বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং ৬৫ হাজার ৫২৮ টি প্রাথমিক বিদ্যালয়ের ১১ লাখ ১৩ হাজার ৭৯৬ জন খেলোয়াড় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়।

news24bd.tv/SHS